শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে এসে কানাডিয়ান পর্যটকের ইসলাম গ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ৭:০৪ পিএম | আপডেট : ৭:২০ পিএম, ৯ জানুয়ারি, ২০২০

পাকিস্তানে ভ্রমনে এসে ইসলাম গ্রহণ করলেন কানাডার পর্যটক রোজি গ্যাব্রিয়েল। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পেজে তিনি নিজেই এই ঘোষণা দিয়েছেন।

মুসলমান হওয়ার কারণ সম্পর্কে ইনস্টাগ্রামে রোজি জানান, ‘গত বছরটি আমার জীবনের অন্যতম কঠিনতম সময় ছিল। ছোটবেলা থেকেই সব সৃষ্টি এবং সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক অনুভক করতাম। আমার পথ কঠিন ছিল এবং আমি জীবনে পাওয়া কষ্টগুলো থেকে হৃদয়ে প্রচুর ক্ষোভ বহন করেছিলাম, সর্বদা সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতাম, কেন আমাকে তিনি কষ্ট দিচ্ছেন। শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি সব কিছুই নির্ধারিত, এমনকি আমার কষ্টগুলো আসলে তার দেয়া উপহার।’ তিনি লেখেন, ‘আমি মনে মনে শান্তি, ক্ষমা এবং সকলের সাথে সবচেয়ে গভীর সংযোগ চাইছিলাম। আর এভাবেই আমার যাত্রা শুরু হয়েছিল। সৃষ্টিকর্তা আমাকে পাকিস্তানে নিয়ে এসেছেন, শুধুমাত্র আমার বেদনা ও অহংকার দূর করার জন্য নয়, বরং আমাকে সত্যের পথ দেখানোর জন্য।’

গত এক দশক ধরে মুসলিম দেশগুলির মধ্য দিয়ে ভ্রমণের মাধ্যমে কীভাবে তার কাছে ইসলামকে শান্তির ধর্ম বলে মনে হয়েছে তিনি তাও ব্যাখা করেছেন। তবে তিনি মনে করেন এই ধর্মের প্রতি মানুষের অনেক ভুল ধারণা রয়েছে।

তিনি শেষে বলেন, সকল ধর্মের মতো এখানেও অনেক দিক রয়েছে। তবে, মূল বিষয় হলো, ইসলামের আসল অর্থ, সেটি হল শান্তি, ভালবাসা এবং একত্ববাদ। এটি শুধু ধর্ম নয়, একটি জীবনবিধান। এটি মানবতার, নম্রতার এবং ভালোবাসার জীবন। আমি এখন একজন ‘মুসলমান’। কলেমা শাহাদাতের মাধ্যমে আমি আল্লাহুর প্রতি নিজেকে উৎসর্গের করে মূলত একতা, সংযোগ এবং শান্তির পথে জীবন কাটানোর শপথ নিয়েছি। রোজি বর্তমানে ইমলামের প্রতি ভুল ধারণা দূর করতে কাজ করছেন। সূত্র: ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
কে এম শওকত আকবর ৯ জানুয়ারি, ২০২০, ১০:৪৫ পিএম says : 0
এই নওমুসলিম কে দোয়া করি।আল্লাহ যেনো তার হায়াতে তৈয়েবা দান করেন।
Total Reply(0)
fuckmujib ৯ জানুয়ারি, ২০২০, ১১:৪৯ পিএম says : 0
When I see Pakistani drama, I feel I am at home. But when I see Bangladeshi drama, I feel I am a fish without water so I stopped. Hail Pakistani mollah's, they are preserving Islamic fabric of Pakistani society. Poor Bangladeshi mollahs, their State has reduced their role to only fucking girls. Nothing more, nothing less.
Total Reply(0)
Sikder ২৪ নভেম্বর, ২০২০, ৫:০১ পিএম says : 0
Alhamdulillah
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন