বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

আল কোরআন - আল হাদীস এর আলোবে

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ৮:৩৫ পিএম

হে ঈমানদারগণ! রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহবান করে যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ ও রাসূলের আহবানে সাড়া দিবে। জেনে রাখ যে, আল্লাহ সম্মুখ ও তার অন্তরের মধ্যবর্তী হয়ে থাকেন এবং তাঁরই নিকট তোমাদেরকে একত্রিত করা হবে।(আনফাল ৮/২৪)।

আল হাদীস
আবু যার (রা:) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রসূল (সা:) আমাকে বললেন: আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কথা তোমাকে জানাব না কি? আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কথা হল, ‹সুবহানাল্লাহি অবিহামদিহ্›।
- [মুসলিম, তিরমিযী, রিয়াযুস স্বা-লিহীনঃ ১৪২০]

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন