শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের অর্থনীতি ৪২ বছরে সবচেয়ে বেহাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

৪২ বছরের মধ্যে ভারতের অর্থনীতি এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে। আন্তর্জাতিক অর্থনৈতিক সংবাদমাধ্যম বøুমবার্গ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের পরামর্শ, সরকারের এই সমস্যাটির প্রকৃত অবস্থা অনুধাবন করা উচিত।

বৃহস্পতিবার ৪০ অর্থনীতিবিদদের নিয়ে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। তার আগে আন্তর্জাতিক সংস্থার এই রিপোর্ট যে প্রধানমন্ত্রীকে চাপে রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। বস্তুত, মঙ্গলবার জাতীয় পরিসংখ্যান দফতর (এনএসও) তাদের প্রথম পূর্বাভাস প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ২০১৯-’২০ আর্থিক বছরে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার হবে ৪.৯৮ শতাংশ। ২০০৮-’০৯ আর্থিক বছরে, যে সময় বিশ্বব্যাপী আর্থিক মন্দা দেখা দিয়েছিল, তার পর থেকে এত খারাপ অবস্থা আর হয়নি। দাবি অর্থনীতিবিদদের একাংশের। সে বছর এই হার ছিল ৩.৮৯ শতাংশ। কিন্তু এর চেয়েও তাৎপর্যপূর্ণ একটি বিষয় দেখা যাচ্ছে।

নমিনাল বৃদ্ধির হার অনুমান করা হচ্ছে ৭.৫৩ শতাংশ, যা ১৯৭৫-’৭৬ আর্থিক বছরের পর একটি রেকর্ড। সেই আর্থিক বছরে এই হার ছিল ৭.৩৫ শতাংশ। আরও একটি বিষয় আছে। ২০০২-’০৩ আর্থিক বছরের পর নমিনাল জিডিপি বৃদ্ধির হার এই প্রথম এক অঙ্কে এসে পৌঁছেছে। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৫ শতাংশ করেছে।

বøুমবার্গ বলছে, এই পূর্বাভাস প্রকৃত অর্থনীতির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, এই পূর্বাভাসের উপর নির্ভর করেই কোনও সরকার পরবর্তী আর্থিক বছরের বাজেট প্রস্তুত করে থাকে। সেই বাজেটে নমিনাল বৃদ্ধি নিয়ন্ত্রণের একটি বিষয় থাকে। কর আদায়ের লক্ষ্যমাত্রাও ঠিক করা হয়ে থাকে এর ভিত্তিতেই। ফলে সেই জিডিপি বৃদ্ধির হার কম থাকলে, তার প্রভাব পড়বে আগামী বাজেটে।

জিডিপি হল কোনও একটি নির্দিষ্ট বছরে সমস্ত পণ্য ও পরিষেবার বাজারম‚ল্য। যার মধ্যে পণ্যের উপর ধার্য সমস্ত কর ও ভর্তুকিও ধরা থাকে। বর্তমান দামের বাজারমূল্য হল নমিনাল জিডিপি। একটি নির্দিষ্ট ভিত্তিবর্ষে সমস্ত পণ্যের মোট মূল্য হল প্রকৃত জিডিপি। সহজ করে বললে, নমিনাল জিডিপি থেকে মুদ্রাস্ফীতি বাদ দিলে প্রকৃত জিডিপি বেরিয়ে আসে। একটি নির্দিষ্ট বছরকালে পণ্য ও পরিষেবা কতটা বেড়েছে তারই হিসেব প্রকৃত জিডিপির হার বৃদ্ধি। অন্যদিকে নমিনাল জিডিপি হার বৃদ্ধি হল উৎপাদন ও দামবৃদ্ধির ফলে আয়বৃদ্ধির হিসাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন