মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

প্রধানমন্ত্রীর কাছে ভোট পেছানোর চিঠি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর জন্য এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সিটি নির্বাচনের দিন ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় এ দাবি করা হয়।

গতকাল বৃহস্পতিবার শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ প্রধানমন্ত্রীকে একটি চিঠিতে এ দাবি জানানো হয়। এরপর আরেকটি চিঠিতে একই দাবি নির্বাচন কমিশনেও (ইসি) জানানো হয়। এর আগে বাংলাদেশ প‚জা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদও একই দাবি জানিয়েছে ইসির কাছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গৌরাঙ্গ দে ও ঢাকা মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার সহদেব বৈদ্য স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, গণতন্ত্রের মানসকন্যা, অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক, আমাদের আশা ভরসার আশ্রয়স্থল, বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা, টানা তিন বার নির্বাচিত প্রধানমন্ত্রী আপনাকে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি ভোট সম্পন্ন করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
মশিউর ইসলাম ১০ জানুয়ারি, ২০২০, ১:২৪ এএম says : 0
ভোটই তো হবে না, তো অযথা পিছিয়ে লাভ কি হবে।
Total Reply(0)
কৃষানীর স্বপ্ন ১০ জানুয়ারি, ২০২০, ১:২৪ এএম says : 0
ভোটের তারিখ নির্ধারণের সময় এটা কি মনে ছিল না।
Total Reply(0)
কে এম শাকীর ১০ জানুয়ারি, ২০২০, ১:২৫ এএম says : 0
ভোটের আয়োজন কনে অযথা দেশের সম্পদ নষ্ট করার মানে হয় না।
Total Reply(0)
সুক্ষ্ম চিন্তা ১০ জানুয়ারি, ২০২০, ১:২৫ এএম says : 0
পেছানো হোক
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন