সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে যুদ্ধবিরতির ঘোষণা দিলো রাশিয়া এবং তুরস্ক। দেশ দুটি জানিয়েছে মানবিক সহায়তা পৌঁছানোর কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর সংবাদমাধ্যম আল জাজিরার।
যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার মেজর জেনারেল যুরি বোরেঙ্কভ বলেন, তুরস্কের সাথে করা চুক্তি অনুযায়ী ৯ জানুয়ারি থেকে ইদলিবে যুদ্ধ বিরতি চুক্তি শুরু হয়েছে।
এই মাসে সিরিয়ার সরকার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে অভিযান শুরু করে। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে ইদলিব থেকে পালিয়ে প্রায় ৩ লাখ মানুষ তুরস্কে আশ্রয় নিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন