শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ৬:০১ পিএম

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)গুলিতে সাবুল ইসলাম (৪৬) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে।

শনিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে বিকেলে ১৭১ বিএসএফ'র বারোঘরিয়া ক্যাম্প কমান্ডারের টেলিফোনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির ।তিনি বলেন, সীমান্তে বারবার সীমান্তবাসীদের মধ্যে কাঁটাতারের বেড়া অতিক্রম না করতে সচেতনতামূলক কার্যক্রম চালানো স্বত্বেও এ ধরনের অপতৎপরতা অত্যন্ত দুঃখজনক।

নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের তমিজ উদ্দীনের ছেলে।

বিজিবি জানায়, ভোর রাতে সাবুল ইসলামসহ কয়েকজন মিলে পাড়িয়া সীমান্তের ৩৮৭-নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা কাটাঁতারের পাশে লাশ পরে আছে এমন খবর বিজিবিকে জানায়। পরে গুলি চালিয়ে বাংলাদেশী হত্যার প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহবান জানায় বিজিবি ।

৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির আরো জানান, ভারতের পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আসন্ন পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের লাশ দেশে ফেরত দেয়ার কথা জানিয়েছে বিএসএফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন