শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চট্টগ্রামে বৃহস্পতিবার শুরু জাতীয় অ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ৭:৪৭ পিএম

দীর্ঘ ১৪ বছর পর রাজধানী ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা। আগামী ১৬ জানুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বসছে ঘরোয়া অ্যাথলেটিক্সের সবচেয়ে বড় প্রতিযোগিতা জাতীয় চ্যাম্পিয়নশিপের ৪৩তম আসর। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় এবারের প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এবারের জাতীয় অ্যাথলেটিক্সে দেশের ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসি ও সার্ভিসেস বিভিন্ন দলের প্রায় ৫০০ জন (পুরুষ ও মহিলা) অ্যাথলেট ও ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপি এই প্রতিযোগিতায় অ্যাথলেটরা ২টি গ্রুপে (পুরুষ ও মহিলা) ভাগ হয়ে ৩৬টি ইভেন্টে অংশ নেবেন। এরমধ্যে রয়েছে পুরুষরা খেলবেন ২২ ইভেন্টে ও মহিলাদের থাকছে ১৪টি ইভেন্ট। চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধি আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, কোষাধ্যক্ষ জামাল হোসেন, সদস্য আমিনুল ইসলাম, ফারহাদ জেসমিন লিটি ও মাহবুবা হোসেন বেলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন