বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘কাফের স্পষ্ট কিন্তু মোনাফেক অস্পষ্ট’

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ্ বলেছেন, মুসলমান স্পষ্ট, কাফের স্পষ্ট কিন্তু মোনাফেক অস্পষ্ট। বর্তমান সমাজ অত্যন্ত কলুষিত। কঠিন ফেৎনা জামানার মধ্যে আমরা পড়েছি। বর্তমান যুগে মোনাফেকের সংখ্যা বেড়েছে। বর্তমানে আলেম নামধারী কিছু লোক সমাজকে বিভিন্নভাবে কলুষিত করছে এদের থেকে সতর্ক থাকতে হবে। গত শুক্রবার মধ্যরাতে পটুয়াখালী খানকায়ে ছালেহীয়া মোহেব্বিয়া কমপ্লেক্স ময়দানে (হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ মাঠ পটুয়াখালী) ছারছীনা শরীফের হযরত পীর ছাহেবের আগমন উপলক্ষে ১ম বার্ষিক ঈসালে ছওয়াব মাহফিল ও জেলা জমইয়তে হিযবুল্লাহ্ সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমইয়াত হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ মাহফিল ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ্।
ছারছীনা শরীফের পীর ছাহেব আরো বলেন, মহান সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। খাঁটি মুসলমান হতে হলে নেক আমল থাকতে হবে, নেক আমল হবে মহানবী (সা.) নির্দেশিত পথে। রাসূল (সা.) কে একমাত্র আদর্শবান ব্যক্তি হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তাকে দেখে দেখে আমল করে আল্লাহ্র খাঁটি পেয়ারি বান্দা হয়ে এ দুনিয়া থেকে বিদায় নিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন