শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালেবান স্টাইলে চলতে পারে না ভারত : রাউত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানানোর পর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের আক্রমণের শিকার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সমর্থন দিয়েছে একসময় দলটির জোট মিত্র শিবসেনা। দীপিকার অভিনীত চলচ্চিত্র ‘ছপাক’ বয়কটের বিরোধিতা করে রবিবার শিবসেনার আইনপ্রণেতা সঞ্জয় রাউত বলেন, ভারত তালেবান স্টাইলে চলতে পারে না। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া এখবর জানিয়েছে। ৫ জানুয়ারি জেএনইউতে হামলার প্রতিবাদে বলিউডের অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সশরীরে ঐশীদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন দীপিকা। বলিউড অভিনেত্রী এই মুহ‚র্তে তার নতুন ছবি ‘ছপাক’-এর প্রচারে ব্যস্ত। সংহতি প্রকাশের পর তাকে আক্রমণ করা শুরু করেন বিজেপি নেতারা। বিজেপি নেতা তজিন্দর বাগ্গা দীপিকার ছবি বয়কট করার দাবি জানান। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্রও তাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এমন বাস্তবতায় রবিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে রাজ্যসভার সদস্য ও শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘অভিনেত্রী ও তার সিনেমা বয়কটের দাবি তোলা ভুল। দেশ তালেবান স্টাইলে চলতে পারে না।’গত শুক্রবার প্রেক্ষাগৃহে গুলোতে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ চলচ্চিত্র মুক্তি পায়। এর একদিন আগে কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ওই সিনেমা ভ্যাটমুক্ত ঘোষণা দেয় সরকার। পরে রাজস্থানেও করমুক্ত করে সেখানকার রাজ্য সরকার। উল্লেখ্য, ৫ জানুয়ারি সন্ধ্যায় জেএনইউতে প্রবেশ করে হামলা চালিয়েছে একদল মুখোশধারী। লাঠি ও পাথর হাতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে ত্রাসের সঞ্চার করে তারা। হামলায় অন্তত ৩৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৯ শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক। আউটলুক ইন্ডিয়া, পিটিআই।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন