শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এখন থেকে স্থায়ীভাবে বিপিএলের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ৯:২৩ পিএম | আপডেট : ৯:২৪ পিএম, ১২ জানুয়ারি, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু বিপিএল নামে। তবে এখন থেকে বিপিএলের নাম স্থায়ীভাবেই থাকছে বঙ্গবন্ধু বিপিএল।

বিপিএলের নাম এবার থেকে চিরস্থায়ী ভাবে বঙ্গবন্ধু বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (রোববার) বোর্ড সভা শেষে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ফ্রেঞ্চাইজিদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বনিবনা না হওয়ায় চলতি বছর ফ্রেঞ্চাইজি ছাড়াই মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বিপিএল। এবারের আসরে অংশ নেয়া সাতটি দলেরই তত্ত্বাবধানে আছে বিসিবি। প্রত্যেকটি দলের সঙ্গেই স্পন্সর যুক্ত করা হয়েছে। দলগুলোর সঙ্গে আছেন বিসিবির একজন করে মোট ৭জন পরিচালক। তারাই দলগুলোর দেখভাল করছেন বিসিবির পক্ষ থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আতিকুল ইসলাম ১৪ জানুয়ারি, ২০২০, ৯:৪১ পিএম says : 1
সবকিছু দলিয় করন করা হচ্ছে।হাস্যকর।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন