বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

২৩০ গৃহহীন পরিবারকে ঘর তৈরি করে দিলো নৌবাহিনী

আইএসপিআর | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ভোলার তজুমদ্দিন উপজেলার গৃহহীন ও ছিন্নমূল মানুষদের জন্য নির্মিত ৪৬টি ব্যারাক স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসব ব্যারাকে ২৩০টি গৃহহীন ও ছিন্নমূল পরিবার থাকতে পারবে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিকনির্দেশনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত¡াবধানে নৌবাহিনী ব্যারাকগুলো নির্মাণ করে। প্রতিটি ব্যারাকে রয়েছে ৫টি ইউনিট। আর প্রতিটি ইউনিটে একটি করে পরিবার থাকতে পারবে। ব্যারাকে রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। আনুষ্ঠানিকভাবে এসব ব্যারাক গতকাল স্থানীয় প্রশাসনের কাছ হস্তান্তর করা হয়। স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এগুলো বুঝে নেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নৌবাহিনীর তত্ত¡াবধানে উপকূলীয় অঞ্চলে ৩১৫টি পাকা ও টিনশেড ব্যারাক নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে, যা শেষ হলে আরও এক হাজার ৫৭৫টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত হবে।-আইএসপিআর

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন