শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দু’দশক পর স্কুল ব্যাডমিন্টন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

প্রায় দুই দশক পর ফের মাঠে গড়াচ্ছে শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ফেডারেশনের কোন মাথা ব্যথা না থাকলেও মৃত:প্রায় এ আসরটি শুরুর জন্য উদ্যোগী হয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। জাতীয় এ সংগঠনটির আহŸানে সারা দেশের ৬০টি স্কুলের প্রায় দু’শতাধিক ক্ষুদে শাটলার অংশ নিচ্ছে। আগামীকাল থেকে উডেন ফ্লোর জিমনেশিয়ামে শুরু হতে যাওয়া এবারের আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বালক একক ও দ্বৈত এবং বালিকা একক ও দ্বৈতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট কমিটির সচিব ওয়াহিদুজ্জামান রাজু, ‘তিন দিনব্যাপী আমাদের এ আসর চলবে। ঢাকার বাইরের অনেকগুলো স্কুল নিবন্ধন করেছে। যতোটুকু আশা করেছিলাম, তারচেয়ে বেশী সাড়া পেয়েছি। ফেডারেশন থেকে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। আমাদের লক্ষ্য এ আসর থেকে প্রতিভাবান শাটলার খুঁজে বের করা। এখান থেকে ২০জন ক্ষুদে শাটলারকে বাছাই করবো। বাছাইকৃতদের নিয়ে স্কুল বন্ধকালীন সময়ে বছরে তিনমাস ক্যাম্প করানো হবে। এখান থেকে যদি একজন শাটলারও বের করে আনতে পারি, তাহলে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হবে।’
এ সময় ফেডারেশনের সিইও মশিউর রহমান, মিডিয়া কমিটির চেয়ারম্যান ও জাতীয় চ্যাম্পিয়ন শাপলা আক্তার, সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মুনমুন রহমান দোলা, স্পন্সর প্রতিষ্ঠান লিডসাসের সিইও সাদিক উপস্থিত ছিলেন। নারী এককের চ্যাম্পিয়ন শাপলা আক্তার বলেন, ‘স্কুল টুর্নামেন্ট হচ্ছে প্রতিভাবানা শাটলার তুলে আনার অন্যতম একটা মাধ্যম। নানা কারনেই এটা বন্ধ প্রায় দুই দশক ধরে। আমি নিজেও স্কুল টুর্নামেন্ট থেকে উঠে এসেছি। আশাকরি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ প্রতি বছর এ টুর্নামেন্টের আয়োজন করবে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন