শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মোনাজাতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র হজের পরে বিশ্বে মুসলমানদের বৃহত্তম জমায়েত টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরিক হয়েছেন। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রী সরকারী বাসভবন গণভবনে গতকাল সকালে মোনাজাতে শরিক হন।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা ও কর্মচারীরা গণভবন থেকে মোনাজাতে শরিক হন। এ উপলক্ষে বিশেষ মোনাজাতে দেশের জন্য অব্যাহত শান্তি ,অগ্রগতি এবং কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করা হয়।

কাকরাইল মসজিদের সিনিয়র ইসলামিক ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের বাংলা ও আরবী উভয় ভাষায় ৩৫ মিনিট মোনাজাত পরিচালনা করেন। ২,০০০ বিদেশীসহ লাখ লাখ মুসল্লী রাজধানীসহ দেশজুড়ে শৈত্যপ্রবাহের বিরূপ আবহাওয়া উপেক্ষা করে এই বিশ্ব ইজতেমায় শরিক হয়েছেন। শুক্রবার ভোরে ফজর নামাজের পর আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমার প্রায় পর্যায় শুরু হয় এবং আজ আখেরী মোনাজাতের মাধমে তা শেষ হয়েছে।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
মোঃ আনোয়ার আলী ১৩ জানুয়ারি, ২০২০, ৭:০৯ এএম says : 0
হে আল্লাহ! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভাল কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান কর।
Total Reply(0)
সোয়েব আহমেদ ১৩ জানুয়ারি, ২০২০, ১১:০১ এএম says : 0
আমারও মোনাজাতে অংশ নিয়েছি
Total Reply(0)
আবির ১৩ জানুয়ারি, ২০২০, ১১:১০ এএম says : 0
হে আল্লাহ এই বিশ্ব ইজতেমার উছিলায় তুমি আমাদের দেশের প্রতি রহমত নাযিল করো।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন