শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ৮:২৭ পিএম

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ মৃত্যুদণ্ডাদেশ বাতিল করেছে দেশটির হাইকোর্ট।
সোমবার লাহোরের হাইকোর্ট এ রায়কে ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা দিয়েছে। এর মধ্যে দিয়ে রায়টি বাতিল হয়ে গেছে।

গালফ নিউজ জানায়, গত বছরের পাকিস্তানের একটি বিশেষ আদালত পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দেয়।

২০০৭ সালে অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে এই সাজা দেওয়া হয়েছিল।

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম বেসামরিক আদালতে দেশদ্রোহের অভিযোগে কোনো সাবেক সেনাপ্রধানের বিচারের রায় ছিল এটি।

রায়টির বিরুদ্ধে মোশাররফের আপিলের শুনানি করে লাহোরের লাহোর হাইকোর্টের তিন সদস্য বিশিষ্ট বিচারকের একটি বেঞ্চ।

বিচারকেরা জানান, সাবেক এই পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলাটি আইন মেনে পরিচালনা করা হয়নি।

পারভেজের দল অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) এর সেক্রেটারি জেনারেল মেহরিন মালিক জানান, সোমবার হাইকোর্ট সাবেক পাক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডের রায় থেকে রেহাই দিল। এর মধ্য দিয়ে আইন ও সংবিধানের অধিকার প্রতিষ্ঠিত হলো।

বিশেষ আদালত ২০১৪ সালের ৩১ মার্চ এ মামলায় মোশাররফকে অভিযুক্ত করে বিচার শুরু করে। কিন্তু পরে বিচারের কাজে দেরি হতে থাকে। ওই অবস্থায় ২০১৬ সালের মার্চে চিকিৎসার কথা বলে দেশ ছাড়েন পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট। বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন