শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কোম্পানীগঞ্জকে মাদক ও যানজটমুক্ত করা হবে

মেয়র আবদুল কাদের মির্জা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও গ্রামে গ্রামে যুবসমাজকে মাদকাসক্ত থেকে মুক্ত রাখার জন্য বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার উদ্যোগে ২০১৯ সালে একটি মাদকমুক্ত কোম্পানীগঞ্জ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী কমিটি করা হয়। কমিটি গঠনের পর থেকে উপজেলার প্রত্যেকটি এলাকায় মাদক বিরোধী সমাবেশ করা হয়েছে। এরপর থেকে মাদক নির্মুল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে ও তার নির্দেশে যে সকল মদক সেবি ও বিক্রেতা রয়েছে তাদের অনেককে চিহ্নিত করে পুলিশ দিয়ে গ্রেফতার করে আইনে আওতায় নিয়ে আসা হয়েছে। এরপর থেকে অনেকটায় সফলতার মুখ দেখা দিয়েছে।
এদিকে যানজট মুক্ত রাখার প্রত্যয়ে গত একমাস ধরে অবিরাম পরিশ্রমের মাধ্যমে বসুরহাট পৌরসভাকে যানজট মুক্ত রাখার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও জেলা আ.লীগের সহ-সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অক্লান্ত পরিশ্রমে বসুরহাট বাজারের প্রধান সড়ক, জাতির পিতা বঙ্গবন্ধুর মুর‌্যালের আশপাশ থেকে শুরু করে রাস্তার দু’পাশে এবং বসুরহাট বাজারের সকল অবৈধস্থাপনা উচ্ছেদ করায় এক দিকে যানজট মুক্ত হলো, অন্যদিকে সাধারণ মানুষের চলাফেরা স্বস্তি ফিরে এসেছে এবং বাজারের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। মেয়র এ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক মহল, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার লোকজন। এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা এ প্রতিবেদককে বলেন, আমি কোম্পানীগঞ্জকে শতভাগ মাদকমুক্ত রাখব এবং পাশাপাশি অবৈধস্থাপনা উচ্ছেদ করে যানজট মুক্ত করে সর্বসাধারণের চলাফেরা সুনিশ্চিত করব। এর আগেও আমি কোম্পানীগঞ্জকে নকল মুক্ত ঘোষণা করেছিলাম, এখন কোম্পানীগঞ্জ শতভাগ নকলমুক্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন