শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নলছিটিতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ৩:৩১ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে সেবাদান ও মেয়াদহীন ওষুধ ব্যবহারের অভিযোগে ঝালকাঠির নলছিটিতে ফারজানা ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন ও পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, বিভিন্ন অভিযোগ পেয়ে ওই ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারের অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন