শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দর্শকদের প্রতি জামালের আহ্বান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ৮:৫৬ পিএম

মুজিববর্ষের প্রথম ক্রীড়া আসর বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে বুধবার থেকে। এদিন বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। ছয় দলের অংশগ্রহণে টুর্নামেন্টের খেলা শেষ হবে ২৫ জানুয়ারি। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। স্টেডিয়ামের গ্যালারীতে বসে খেলা দেখতে দর্শকদের অনুরোধ করেছেন তিনি। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ অন্তত দু’টি এবং সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। দর্শকরা এসব ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করলে তিনি খুশি হবেন বলেন জানান। এবার বাংলাদেশের ফুটবল পাগল দর্শকদের ভালো কিছু উপহার দিতে চান জামাল। তার লক্ষ্য টুর্নামেন্টের শিরোপা জেতা। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপে জামাল ভূঁইয়া বলেন, ‘আমি গ্যালারীর সমর্থন চাচ্ছি। আমি চাই মানুষ যেনো স্টেডিয়ামে আসে। তারা যদি বাংলাদেশ জাতীয় দলকে সমর্থন দিতে মাঠে আসে, আমি অনেক খুশি হবো। আশা করি, আমরাও তাদের ভালো কিছু দিতে পারবো।’

উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিনকে হারাবে বাংলাদেশ-এমন আশাবাদ ব্যক্ত করে জামাল ভূঁইয়া বলেন, ‘বুধবারের ম্যাচ তো বিকেল ৫টায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আপনাদের সবার সঙ্গেই দেখা হবে আশা করি। ইনশাআল্লাহ আমরা ১-০ ব্যবধানে ম্যাচ জিতবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন