শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

খেলাপি ঋণ আদায়ে কঠোর হোন

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

খেলাপি ঋণ ক্রমেই বাড়ছে। স¤প্রতি এই রিপোর্ট পুনর্বার প্রকাশিত হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া খেলাপি ঋণ আদায় সম্ভব নয়- এ কথা সর্বাংশে সত্য। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কালক্ষেপণ না করে কঠোর, কার্যকর ব্যবস্থা নিতেই হবে। আমাদের ব্যাংক খাতের অবস্থা নাজুক হচ্ছে এই খেলাপি ঋণের কারণে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের আগে কঠোর আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে সরকারের নির্মোহ অবস্থান ভিন্ন গতি নেই। একই সঙ্গে নতুন করে খেলাপি হওয়ার পথ রুদ্ধ করতে হবে। পত্রিকান্তরে প্রকাশ, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৬৯ হাজার ৮৫২ কোটি টাকা। নানা পদক্ষেপ গ্রহণ ও ঋণখেলাপিদের সুযোগ-সুবিধা দেওয়ার পরও কোনো ইতিবাচক ফল মিলছে না। এই উদ্বেগজনক পরিস্থিতির নিরসন ঘটাতে সরকারকে নতুন করে ভাবা দরকার।
আবদুল্লাহ মামুন
হাটহাজারী, চট্টগ্রাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন