বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বায়ুদূষণ রোধে ব্যবস্থা নিন

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় বায়ুদূষণ সম্পর্কিত পত্রপত্রিকার রিপোর্ট উদ্বিগ্ন না করে পারে না। ইতোমধ্যে কয়েকবার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপ ও গবেষণায় বায়ুদূষণের উৎকট চিত্র মিলেছে। উচ্চ আদালত ইতোমধ্যে বায়ুদূষণ রোধে সরকারের প্রতি নির্দেশনাও জারি করেছেন। উন্নয়নের অন্যতম শর্ত মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা। অথচ বায়ুদূষণ আজ আমাদের জন্য প্রাণঘাতী হয়ে উঠেছে। এর কারণগুলো অচিহ্নিত নয়। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, এর প্রতিকারমূলক কার্যক্রম মোটেই দৃষ্টিগ্রাহ্য নয়। শুধু বায়ুদূষণই নয়; শব্দদূষণ, নদীদূষণ সবই আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূষণ রোধ করা মোটেও কঠিন কিছু নয়, যদি সরকারের আন্তরিকতা থাকে ও জনসচেতনতা বাড়ে। বায়ুসহ সব রকম দূষণ রোধে দ্রæত ব্যবস্থা নিন।
ফয়সাল মিয়া
মানিকগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন