শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সামাজিক মাধ্যমে অনীহা অজয়ের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ৫:০৫ পিএম

সময়ের সাথে মানুষের সামাজিক মাধ্যমের নির্ভরতা বাড়ছে। এর মূল কারণটা হলো প্রয়োজন। পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষ মহুর্তেই একে অন্যের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া ব্যবসার ক্ষেত্রেও এই মাধ্যমের গুরুত্ব এখন সবারই জানা। কিন্তু বলিউড অভিনেতা অজয় দেবগণ বরাবরই এই জায়গাটায় একটি রহস্যের চাদর টানিয়ে রেখেছেন। অভিনেতা হিসেবে এটাকে দায়িত্ব মনে করেন তিনি।

আর তাই নিন্দা করলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তারকাদের।

অজয়কে প্রশ্ন করা হল কেন তার সামাজিক মাধ্যম নিয়ে এত অবহেলা? তার উত্তর হিসেবে তিনি জানালেন, ‘একজন তারকার উচিত তার স্টারডম নষ্ট না করা। আর সামাজিক মাধ্যম ব্যবহার করার পর থেকে অভিনেতাদের স্টারডম বলে কিছুই অবশিষ্ট নেই। ব্যক্তিগত জীবন সম্পর্কে ফ্যানেদের কিছু জানানো উচিত নয়। তাহলে তারকাদের নিয়ে ফ্যানেদের যা যা কল্পনা তা নষ্ট হয়ে যায়। তারা মনে করেন তারকারা তাঁদের মতোই সাধারণ মানুষ।’

১০০ তম ছবি, তানাজি: দ্য আনসাং ওয়ারিওর– এর সাফল্যে উৎফুল্ল অজয় জানালেন, ‘আমি মনে করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কত সক্রিয় তার ওপর নয়। তারকাদের কাজের ওপরেই তাদের পরিচিতি তৈরি হওয়া উচিত।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন