বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ম্যানইউর ক্যাম্প বাতিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সেখানে অনুশীলন ক্যাম্পের পরিকল্পনা আগেই স্থগিতের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র ফুটবল দল। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড উত্তেজক পরিস্থিতির ভয়ে বাতিল করেছে তাদের অনুশীলন ক্যাম্প। ১ ফেব্রæয়ারি থেকে ১৭ ফেব্রæয়ারির মাঝে কোনো খেলা নেই ম্যানইউর। এই সময়ে শীতকালীন ক্যাম্প করার কথা দলটির। গত বছরের জানুয়ারিতেও দল নিয়ে দুবাইয়ে অনুশীলন ক্যাম্প করেছে ম্যানইউ। এবার তাদের পছন্দের তালিকায় ছিল কাতার ও দুবাই।
পরিবর্তিত পরিস্থিতিতে তেমনটি এবার আর হচ্ছে না। ম্যানইউ কোচ উলা গুনার সুলশার ক্যাম্প নিয়ে জানিয়েছেন, ‘আমরা মধ্যপ্রাচ্যেই করতে চেয়েছিলাম। কিন্তু এখন আর সেটি হচ্ছে না।’ এখন ক্যাম্প না হলে পরবর্তী করণীয় কী?- এমন প্রশ্নে ম্যানইউ কোচ বলেছেন, ‘আমি ওদের কিছুদিন ছুটি দিয়ে দেবো। অবশ্য এটা জানি না ওরা কে কোথায় থাকবে, তবে আমরা ইউরোপেই থাকছি।’
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের শীর্ষস্থানীয় সামরিক অফিসার কাসেম সোলাইমানির নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন