শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হায়দরাবাদে আইএস সন্দেহে আটক ১১

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএস সন্দেহে ভারতের হায়দরাবাদে ১১ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার হায়দরাবাদের জাতীয় তদন্ত সংস্থা এবং পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত সংস্থাটি নগরীর ৩টি পুলিশ স্টেশনের কাছাকাছি ৯টি এলাকায় তল্লাশি চালায়। পুলিশ স্টেশনের সীমানায় মঘুলপুরা, মির চৌক এবং ভবানি নগরে অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, এসব এলাকায় অভিযান চালিয়ে ব্যাপক অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। হায়দরাবাদের পুরনো শহরের ৩ থেকে ৪টি জায়গায় স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায় গোয়েন্দা সংস্থা। উচ্চপদস্থ একজন গোয়েন্দা কর্মকর্তা জানায়, আটককৃতদের মধ্যে কয়েকজন অস্ত্র গোলাবারুদ শহরের দিকে বহন করার পরিকল্পনা করছিল। তিনি আরো জানান, তারা কী ধরনের সন্ত্রাসী আক্রমণের পরিকল্পনা করছিল তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে আইএস এর প্রতি সহানুভূতিশীল এনআইএ দ্বারা একটি সন্ত্রাসবিরোধী অভিযানে সারাদেশ থেকে ১৪ জনকে সন্দেহভাজনের মধ্যে দুইজনই হায়দরাবাদ থেকে আটক করা হয়। ইনডিয়া টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন