শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে ভ্রাম্যমান আদালতে ৪ জনের কারাদণ্ড

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ৫:০৯ পিএম

ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীর রাজাপুর উপজেলার পালট সংলগ্ন বিষখালী নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ৩ জনকে ১ বছর করে আর একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জব্দ করা হয়েছে ২ টি বালু উত্তোলনের ড্রেজার ও ২ টি বালু বহনকারী ভলগেট। ভ্রাম্যমান আদালতে

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার বৃহস্পতিবার ভোর ৫ টায় উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়নের পালট সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে ঐ তিন জন বালু শ্রমিক আটক করেন। আজ বেলা ২ টায় এদের কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক। এরা হলেন উপজেলার কৈবর্তখালী গ্রামের জলিল সিকদার (৪২), দক্ষিণ বড়ইয়া গ্রামের শুক্কুর খান (২৫) ও পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের মাহাবুব বাহাদুর (৩৯)। এ সময় অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার জয়নাল আকনের ছেলে শহীদ আকন (৫৫) নামের এক জেলাকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটকৃত জেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ আটকৃত ৪ জনকে এ দন্ডাদেশ প্রদান করে জেল হাজতে পাঠিয়েছেন। জব্দকৃত ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার মিটার সিনথেটিক জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত ২ টি বালু উত্তোলনের ড্রেজার ও ২ টি বালু বহনকারী ভলগেট আংশিক ধ্বংস করে নিলামে তোলা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।এ উল্লেখ্য গতকাল বুধবার ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন