কক্সবাজারের রামুতে র্যাব ১৫ সদস্যরা অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইন্দা এলাকা থেকে ইয়াবা সহ তাদের আটক করা হয় বলে র্যাব জানায়।
আটক ইয়াবা পাচার কারীরা হলেন , উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হাফেজ আহমদের ছেলে সাইদ উল্লাহ (২৭) ও একই ক্যাম্পের মৃত ওয়াসের ছেলে মোঃ রফিক (২৩)।
র্যাব জানায়, তারা খবর পায় রামুর চেইন্দা খন্দকারপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার আরাকান সড়কের পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
তারই সুত্র ধরে র্যাব সদস্যরা ওই স্হানে অভিযান চালিয়ে
শপিং ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৯শ ৯৭ পিস ইয়াবাসহ ওই দুই রোহিঙ্গাকে আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন