শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের মিথ্যাচারে যুদ্ধ শুরু হতে পারে : বার্নি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে অন্যতম মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে মিথ্যাচার করছেন তাতে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হলে সেটি ইরাক যুদ্ধের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা তৈরি করবে। বার্নি স্যান্ডার্স বলেন, আমাদের জীবনে দুইবার সবচেয়ে বাজে পররাষ্ট্রনীতির অভিজ্ঞতা হয়েছে। এর একটি হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ এবং অন্যটি ইরাক যুদ্ধ। এ দুটি যুদ্ধ শুরু হয়েছিল মিথ্যার উপর ভিত্তি করে এবং আমরা এখন এই ভয় পাচ্ছি যে, যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনিও মিথ্যা বলছেন এবং তিনি দেশকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারেন। মঙ্গলবার রাতে নির্বাচনকে সামনে রেখে প্রাইমারি ডিবেটে বার্নি স্যান্ডার্স এসব কথা বলেন। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Rafique Al Islam ১৭ জানুয়ারি, ২০২০, ১:২২ এএম says : 0
ধন্যবাদ বার্নি ভাই সত্য কথা বলার জন্য।
Total Reply(0)
মশিউর ইসলাম ১৭ জানুয়ারি, ২০২০, ১:২২ এএম says : 0
ট্রাম্প একটা যুদ্ধাবাজ। কিভাবে সোলাইমানিকে সন্ত্রাসীর মতো হত্যা করলো।
Total Reply(0)
মেহেদী ১৭ জানুয়ারি, ২০২০, ১:২৩ এএম says : 0
ট্রাম্পের জন্মই মিথ্যাচারের ওপর।
Total Reply(0)
জাবের পিনটু ১৭ জানুয়ারি, ২০২০, ১:২৪ এএম says : 0
ট্রাম্প চাই তো যুদ্ধ বাধিয়ে ফায়দা নিতে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন