বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১ নাইন্টিন সেভেন্টিন
২ স্টার ওয়ার্স এপিসোড নাইন : দ্য রাইজ অফ স্কাইওয়াকার
৩ জুমানজি : দ্য নেক্সট লেভেল
৪ লাইক আ বস
৫ জাস্ট মার্সি

নাইন্টিন সেভেন্টিন
স্যাম মেন্ডেস পরিচালিত ওয়ার ড্রামা ‘নাইন্টিন সেভেন্টিন’। ‘অ্যামেরিকান বিউটি’ (১৯৯৯), ‘রোড টু পার্ডিশন’ (২০০২), ‘জারহেড’ (২০০৫), ‘রেভোলিউশনারি রোড’ (২০০৮), ‘অ্যাওয়ে উই গো’ (২০০৯), ‘স্কাইফল’ (২০১২) এবং ‘স্পেক্টার’ (২০১৫) মেন্ডেস পরিচালিত চলচ্চিত্র।
৬ এপ্রিল, ১৯১৭। প্রথম বিশ্বযুদ্ধের পরম এক পর্যায়। ব্রিটিশ সেনা ল্যান্স কর্পোরাল শোফিল্ড (জর্জ ম্যাকে) এবং ল্যান্স কর্পোরাল ব্লেক (ডিন-চার্লস চ্যাপম্যান) ১,৬০০ সহযোদ্ধার সঙ্গে হিন্ডেনবার্গ লাইনের ট্রেঞ্চে আটকা পড়ে আছে। তাদের ঊর্ধ্বতন জেনারেল এরিনমোর (কলিন ফার্থ) তাদের দায়িত্ব দেয় কর্নেল ম্যাকেঞ্জিকে ( বেনেডিক্ট কাম্বারব্যাচ) একটি চিঠি পৌঁছে দিতে হবে। কিন্তু তাদের শত্রæপক্ষের শিবির পেরিয়ে চিঠিটা পৌঁছে দিতে হবে আর তাতে কয়েকশ’ সৈন্যের প্রাণরক্ষা পেতে পারে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন