শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আগামী মাসে মোহামেডানের নির্বাচন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ক্যাসিনো ঝড়ের পর অবশেষে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে ক্লাবটির বহুল প্রতিক্ষিত সাধারণ সভা ও নির্বাচন। মোহামেডানের ইন্ডিপেন্ডেন্ট সভাপতি সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন গতকাল ক্লাব ভবনে এসে এই ঘোষণা দেন। মোহামেডানের এজিএম ও নির্বাচন পরিচালনার জন্য গত আগস্টে উচ্চ আদালত অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে ক্লাবের ইন্ডিপেন্ডেন্ট সভাপতি নিয়োগ দিয়েছেন। কালই তিনি প্রথম ক্লাবে আসেন। ক্লাব ভবনে এসে পৌঁছালে মোহামেডানের স্থায়ী সদস্যগণ এবং সমর্থকরা ইন্ডিপেন্ডেন্ট সভাপতিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক পরিচালকদের মধ্যে বাদল রায়, মোস্তাকুর রহমান, সাজেদ এ এ আদেল এবং ক্লাবের শুভাকাঙ্খী ও সমর্থক একাত্তর টেলিভিশনের পরিচালক মোজাম্মেল বাবুসহ অন্যান্য স্থায়ী সদস্যগণ। পরে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ক্লাবের সাবেক পরিচালক ও তারকা ফুটবলার বাদল রায়সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে অনির্ধারিত আলোচনা সভা করেন। মোহামেডান সভাপতি আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বোর্ড অব ডাইরেক্টরদের জরুরী সভা ডেকেছেন। ওই সভাতেই এজিএম ও নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানান তিনি।

নতুন সভাপতি বলেন, ‘আগামী ১৫ ফ্রেব্রæয়ারির মধ্যেই সব কিছু শেষ করতে হবে। আমি চাই তার আগেই এজিএম ও ভোট করতে। সেটা হতে পারে ৮ ফ্রেব্রæয়ারি। ক্লাবের গঠনতন্ত্র এবং আদালতের নির্দেশনা অনুযায়ীই সব কিছু হবে।’

আমিন উদ্দিন আরো বলেন, ‘আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এজিএম এবং নির্বাচন আয়োজনের জন্য। বর্তমান পরিচালকরা এখনো বহাল আছেন। তাদের নিয়ে সভা করেই আমি সব সিদ্ধান্ত নেব। নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশিন গঠন করব। আমি চাই মোহামেডান নিজের ঐতিহ্য ফিরে পাক। ভালো দল করুক এবং মাঠে ভালো ফলাফল করুক।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন