মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চৌমুহনীতে ৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে গ্যাসের লাইন, চুক্তির চেয়ে বেশি গ্যাস ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ এবং গ্যাস আইনে লাভনী বেকারিকে ৩০হাজার, ফাহিম ফুডসকে ৪৫ হাজার, শাহী হোটেলকে ১৫ হাজার ও বিসমিল্লাহ্ হোটেলকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন