বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তানে যাবেন না মুশফিক

দল থেকে নাম প্রত্যাহার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ৩:৫০ পিএম

কয়েকদিন আগেই ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল বাংলাদেশে বসেই জানিয়েছিলেন যে এই মুহূর্তে বিশ্বের অন্যতম নিরাপদ স্থান পাকিস্তান। তবে সেই 'নিরাপদ দেশেই' এবার খেলতে যাওয়ার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করে দল থেকে নিজের নাম সরানর জন্যে বাংলাদেশ বোর্ডকে আবেদন করলেন মুশফিকুর রহিম।

২৪ জানুয়ারি থেকে শুরু হলে চলেছে বাংলাদেশের পাকিস্তান সফর। ২৪ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সেখানেই ২৫ এবং ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। এছাড়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশের। তবে দুই ভাগে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে। ৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দেশে ফিরে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর এপ্রিল মাসে আবার পাকিস্তান যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলার পর ৫ এপ্রিল সেখানেই খেলবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইচ্ছা ছিল সেই ম্যাচটি হোক বাংলাদেশে। তবে তাতে পাকিস্তানের আপত্তি থাকায় এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে দল থেকে মুশফিকুর নিজের নাম তুলে নেওয়ার জন্য আবেদন জিনিয়ে ফোন করেন সেদেশের মুখ্য নির্বাচককে। সে কথা বাংলাদেশের মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদিন নিজেই জানান সংবাদ সংস্থা এএফপি-কে। তিনি বলেন, 'মুশফিক আমাকে ফোন করেছিল যে সে পাকিস্তানে যেতে চায় না। আমরা এখন তার আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছি। সে তা দিলেই এই সিরিজ থেকে তাকে বিবেচনায় রাখব না।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন