মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মুক্তিপণের দাবীতে সুন্দরবনে দুই জেলে অপহরণ

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ৫:৪৮ পিএম

মুক্তিপনের দাবিতে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদী থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে মাছ ধরার সময় তাদের অপহরণ করে।
অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মোকিম হাওলাদারের পুত্র খবির হাওলাদার (২৭) ও সিরাজুল হাওলাদারের পুত্র রিপন হাওলাদার (২৬)।
জেলেদের বরাত দিয়ে গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম সাংবাদিকদের জানান, সপ্তাহখানেক আগে কোবাতক বন অফিস হতে অনুমতিপত্র (পাশ) নিয়ে কয়েক জেলে সুন্দরবনে মাছ ধরতে যায়। শুক্রবার বাটুলা নদীতে মাছ ধরার সময় বনদস্যু জিয়া বাহিনী অস্ত্রের মুখে ওই দুই জেলেকে অপহরণ করে। তিনি আরো জানান, অপহুত দুইজনের কাছে তিন লাখ টাকা দাবি করেছে দস্যু বাহিনী।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান বলেন, জেলে অপহরনের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন