ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়া) মাননীয় সংসদ সদস্য, গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটি ও অনুমিত হিসাব সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য , বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৌত্রী গ্রুপের সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের স্হায়ী কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ জমিয়াতুল মোদার্ছীনের উপদেস্টা আলহাজ্ব বজলুল হক হারুন এমপি মহোদয়ের আশু রোগমুক্তি কামনায় তার নির্বাচনী এলাকা ঝালকাঠি-১, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সমস্ত মসজিদে আজ শুক্রবার ১৭ জানুয়ারি জুম্মা নামাজবাদ দোয়া মাহফিল অনুস্ঠিত হয়েছে।এ ছাড়া ও , চরমোনাই দরবার শরীফ, ছারছিনা দরবার শরীফ,ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফ,বরিশালে কাশেমাবাদ দরবার শরীফ, ঢাকাস্হ বনানী জামে মসজিদ সহ ঢাকার বিভিন্ন মসজিদে ও দেশ -বিদেশে বসবাসকারী ভক্ত, অনুরক্ত এবং লন্ডনের সেন্ট্রাল জামে মসজিদে আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুস্ঠিত হয়েছে।সকলের মুখে একটি কথা ছিল - হে আল্লাহ রাজাপুর কাঠালিয়ার প্রানপ্রিয় জননেতা , সৎ, সুন্দর ও সাদা মনের মানুষ আলহাজ্ব বজলুল হক হারুন এমপি সাহেবকে দ্রুত সুস্হতা দান কর, আমাদের মাঝে ফিরিয়ে দাও।হে আল্লাহ তুমি তাকে হায়াতে তাঁর তৈয়েবা দান কর, আমিন আমিন কায়মনো বাক্যে দোয়া করতে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন