মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে এক বছরে ৮ হাজার ব্যবসায়ীর আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পরপর দুবছর নিম্নগামী হওয়ার পর ২০১৮ সালে প্রতিবেশী দেশ ভারতে ব্যবসায়ীদের মধ্যে আত্মহত্যার ঘটনা ফের বেড়েছে। দেশটির অপরাধ তথ্য সংরক্ষণ বিষয়ক সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য বলছে, ২০১৮ সালে ভারতের ৭ হাজার ৯৯০ জন ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বিজেনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের চলমান অর্থনৈতিক মন্দাবস্থার কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া ছাড়াও সামাজিকভাবে নিজেদের অবস্থান হারাচ্ছেন। সব মিলিয়ে অন্য কোনো পথ না পেয়ে তারা আত্মহননের মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রানের চেষ্টা করছেন বলেই সংখ্যাটা ফের বেড়েছে। ২০১৮ সালে ব্যবসায়ীদের আত্মহত্যার সংখ্যায় সবার উপরে আছে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক। কর্ণাটকে ১ হাজার ১১৩ জন আত্মহনন করেছেন ওই বছর। তারপর যথাক্রমে ৯৬৯ ও ৯৩১ জন নিয়ে মহারাষ্ট্র ও তামিলনাড়ু রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। উল্লেখ্য, রাজ্যভিত্তিক মোট দেশজ উৎপাদনেও (জিডিপি) শীর্ষে রয়েছে এসব রাজ্য। এনসিআরবির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ৪ হাজার ৯৭০ জন ব্যবসায়ী আত্মহত্যা করেন দেউলিয়া কিংবা ঋণ মওকুফ করতে না পেরে। যা ২০১৮ সালে দেশটির মোট আত্মহত্যার ঘটনার ৩ দশমিক ৭ শতাংশ। তবে ২০১৭ সালে দেউলিয়া কিংবা ঋণ জর্জরিত হয়ে আত্মহত্যা করেন করেন ৫ হাজার ১৫১ জন। বিজেনেস স্ট্যান্ডার্ড।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ash ১৮ জানুয়ারি, ২০২০, ১২:২৩ পিএম says : 0
INDIA SHOULD KEEP BUYING MORE ARMS, MORE RAFALLL
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন