শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মেহেরপুর সীমান্ত থেকে মিলন হোসেন (৪২) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে বিওপি পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
মিলন হোসেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষক মিলন হোসেন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯ এর কাছে নিজ জমিতে কাজ করতে গেলে ভারতের ৮৪ বিএসএফের নন্দনপুর ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়।
বিজিবির শোলমারী বিওপির কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯/৫এস এর কাছে উভয় দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে তিনি এবং ভারতের পক্ষে ৮৪ বিএসএফের নন্দনপুর ক্যাম্পের কমান্ডার এসআই জয় সিং নেতৃত্ব দেন। বৈঠকে তারা মিলন হোসেনকে ধরে নিয়ে যায়নি বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md.Shahporan Shah ১৮ জানুয়ারি, ২০২০, ১১:৩০ এএম says : 0
কিছু বলার নাই .... জিন্দাবাদ
Total Reply(0)
jack ali ১৮ জানুয়ারি, ২০২০, ১২:২৫ পিএম says : 0
We liberated our country from pakistan not to be slave of India.... Bangladesh government is crazy to stay in power so that they can loot our hard earned tax payers money. They don't care about us. May Allah Punish them in this world and hereafter. Ameen
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন