শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৩শ’ পাউন্ডের আইএস নেতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

শিফা আল-নিমা ওরফে আবু আবদুল বারি নামে ৩০০ পাউন্ড ওজনের এক ‘হেভি-ওয়েট’ আইএস মুফতিকে আটক করেছে ইরাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেরুজালেম পোস্টের খবরে জানায়, মোসুল শহরের গোপন আস্তানা থেকে তাকে আটক করে ইরাকের সোয়াত বাহিনীর বিশেষ টিম। মাঝরাতে অভিযান চালিয়ে শিয়া নিমাকে বড় ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়। আইএস প্রধান বাগদাদির পরেই এ জঙ্গি সংগঠনের অন্যতম ‘গডফাদার’ ছিল এ বিশালদেহী। ইরাকি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, তিনি আইএসের শীর্ষস্থানীয় নেতা। তার ফতোয়ার ওপর ভিত্তি করে পন্ডিত ও ধর্মীয় নেতাদের হত্যা করা হয় এবং নারীদের ধর্ষণ করা হয়। মোসুল শহরে অবস্থিত হযরত ইউনুস (আ.) এর কবর বোমা মেরে উড়িয়ে দেয়ার নির্দেশও দিয়েছিলেন তিনি। ইরাকি পুলিশ জানিয়েছে, মুফতি শিফার বিরুদ্ধে মসজিদে উগ্রবাদের উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে। তিনি তার বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিষোদগার করতেন এবং আইএসের পক্ষ নিতেন। ইন্ডিয়া টুডে জানায়, পুলিশ তাকে গাড়িতে উঠাতে পারেনি। ছবিতে দেখা যায়, পুলিশ ভ্যানের পেছনে পড়ে আছে তার বিশাল দেহ। নেটিজেনরা রসিকতা করে লিখেন, তিনি হয়তো এতদিন কোনো বেকারিতে লুকিয়ে ছিলেন। জেরুজালেম পোস্ট, ইন্ডিয়া টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন