বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১০ লাখ চাকরির আশ্বাস অ্যামাজনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

স্থানীয় ব্যবসায়ী ও সরকারের সমালোচনার মুখে ভারতে নতুন করে ১০ লাখ মানুষকে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ই-কমার্স সাইট অ্যামাজন ডটকম। আগামী পাঁচ বছরের মধ্যেই এ চাকরির ক্ষেত্র তৈরি করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতে অ্যামাজনের এক বিলিয়ন ডলার বিনিয়োগ বড় কোনো উপকারে আসছে না বলে ভারতের বাণিজ্যমন্ত্রীর কড়া সমালোচনার একদিন পরেই শুক্রবার প্রতিষ্ঠানটি নতুন চাকরির ঘোষণা দিল। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যামাজন এবং ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্টের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অসদুপায় অবলম্বনের অভিযোগ করছেন ভারতীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, খুচরা বিক্রেতাদের ব্যবসায় ধস নামাতে যুক্তরাষ্ট্রের এই বৃহত্তম প্রতিষ্ঠান কোটি কোটি টাকা লোকসান দিয়ে ক্রেতাদের বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছে, যা ভারতীয় আইনের পরিপন্থী। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানগুলো। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন