শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আউলিয়া কেরামের আদর্শেই শান্তি আসবে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডরীর ১১৪তম ওরস উপলক্ষে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডরী ট্রাস্টের উদ্যোগে দশ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত ওলামা সমাবেশ গতকাল (শনিবার) বাদ মাগরিব জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সগির উসমানীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মারূফ।
আলোচনায় তিনি বলেন, বাংলাদেশসহ বহির্বিশ্বে মাইজভাণ্ডারীয়া ত্বরিকার বিশালতার স্বরূপ উন্মোচনে প্রয়োজন জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞান সাধনা-যা শুধু আলেমদের পক্ষেই সম্ভব। বাস্তবতার আলোকে অত্যন্ত সময়োপযোগী এ ওলামা সমাবেশ ‘আউলিয়া কেরামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা সম্ভব’ শীর্ষক বিষয় নির্ধারণকে শুকরিয়া জানিয়ে তিনি বলেন, আউলিয়া কেরামের আদর্শ প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী শান্তি আসবে।
ওলামা সমাবেশের সচিব মাওলানা সৈয়দ আবু আহমদ এবং সদস্য মাওলানা মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর আশীষ বাণী পাঠ করেন এসজেডএইচএম ট্রাস্টের সচিব (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ ওয়াই এম জাফর। ঘোষণাপত্র পাঠ করেন মাওলানা কাজী হাবিবুল হোসাইন আল মাইজভাণ্ডারী। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ হযরত মাওলানা নুরল আমিন। ধন্যবাদ জ্ঞাপন করেন আল্লামা শায়েস্তা খান আল আযহারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন