শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সভাপতি সালাহউদ্দিন সম্পাদক ওসমান গণি

তিতাস উপজেলা বিএনপি’র সম্মেলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর সেগুনবাগিচায় গতকাল কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির ‘দ্বি-বার্ষিক সম্মেলন’ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি (সুপার সিক্স) পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপির ২৭ জন কাউন্সিলর এই নির্বাচনে গোপন ব্যালটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। সকাল ১১টা থেকে বেলা ০১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে নির্বাচিত ‘সুপার সিক্স’ নেতারা হচ্ছে- সভাপতি মো. সালাহউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আলী হোসেন মোল্লা, যুগ্ন-সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক (১) মো. জহিরুল ইসলাম জাদু মোল্লা ও সাংগঠনিক সম্পাদক (২) কাজী মোঃ কবির হোসেন সেন্টু। সম্মেলনের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুুরুল আহসান মুন্সি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন ও কুমিল্লা উত্তর জেলা বিএনপিসাধারণ সম্পাদক মো.আক্তারুজ্জামান সরকার। সম্মেলনে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ এমদাদুল হক আখন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন