বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১:১২ পিএম

ছবি- ইকবাল হাসান নান্টু।


আখেরি মোনাজাতের মাধ্যমে তুরাগতীরে শেষ হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার বেলা পৌনে ১২টার দিকে শুরু হয় মোনাজাত। মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা জামশেদ। আর এর মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজমেতার দ্বিতীয় পর্ব। ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই ছিল না। ভেতরে ঠাঁই না পেয়ে তাদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকার মাঠে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে। আজকের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৫তম আয়োজনের দ্বিতীয় পর্ব।

এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন