শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংশোধিত নাগরিকত্ব আইন কংগ্রেসের ‘দেশভাগের পাপের প্রায়শ্চিত্ত’ ভারতীয় মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ৪:৪৬ পিএম

ভারতে থাকতে হলে বন্দে মাতরম বলতেই হবে। যারা বন্দে মাতরম বলতে রাজি নয় তাদের ভারতে থাকার কোনও অধিকার নেই। ভারতের কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপচন্দ্র সারেঙ্গি এমনই বিতর্কিত মন্তব্য করেছেন। মোদি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কংগ্রেসের করে যাওয়া 'দেশভাগের পাপের প্রায়শ্চিত্ত' বলেও উল্লেখ করেছেন তিনি।
শনিবার সিএএ-র সমর্থনে গুজরাটের সুরাটে এক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোদি মন্ত্রীসভার এই সদস্য বলেন, 'বিনামূল্যে বিদ্যুৎ বা জলের মতো পরিষেবা দিয়ে কোনও জাতির উন্নতি সম্ভব নয়। দেশের প্রতি নাগরিকদের ভালোবাসা, দায়বদ্ধতার মাধ্যমেই একমাত্র দেশের উন্নতি সম্ভব।' আর এই প্রসঙ্গই বন্দেমাতরম প্রসঙ্গ আনেন একদা আরএসএসের সক্রিয় এই নেতা।
তাঁর অভিমত, বন্দেমাতরম এবং দেশপ্রেম সমার্থক। আর যাঁরা বন্দেমাতরম বলেন না তাঁদের ভারতে থাকার কোনও অধিকার নেই।
সিএএ-র স্বপক্ষেও একাধিক যুক্তি তুলে ধরেছেন প্রতাপ সারেঙ্গি। শুধু তাই নয়, আজ থেকে ৭০ বছর আগে দেশে এমন একটি আইন চালু করা উচিত ছিল বলেও দাবি করেছেন তিনি। শুধু তাই নয় নাগরিকত্ব আইন তৈরির জন্য প্রধানমন্ত্রী মোদির ধন্যবাদ প্রাপ্য বলেও মন্তব্য করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন