সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম। এর আগে তিনি আগ্রাবাদ কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (শাখাপ্রধান) হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (প্রবেশনারী) পদে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে বি কম (অনার্স), এম কম ডিগ্রী অর্জন করেছেন। স্পেশ্যাল ক্রেডিট ম্যানেজমেন্ট, প্রজেক্ট এ্যাপরাইসাল এন্ড ওয়াকিং ক্যাপিটাল এসেসমেন্টসহ রিকভারি অব লোনস বিষয়ে উচ্চতর প্রশিক্ষণে সমৃদ্ধ জাহাঙ্গীর তাঁর সুদীর্ঘ ৩২ বছর কর্মজীবনে সোনালী ব্যাংক লিমিটেড এর বিভিন্ন শাখার ম্যানেজার এবং ভারতের কলকাতা শাখাসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ডিপ্লোমেড এসোসিয়েট। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অর্ন্তগত খন্দকিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে জাহাঙ্গীর দুই সন্তানের পিতা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন