শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিপজ্জনক আক্রমণ বললেন ট্রাম্পের আইনজীবীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মার্কিন সিনেটে প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্থাপিত অভিশংসনের অভিযোগগুলোকে গণতন্ত্রের ওপর ‘বিপজ্জনক আক্রমণ’ বলে অভিহিত করেছে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী দল। মামলায় বাদীপক্ষ প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট অভিযোগ আনতে ব্যর্থ হয়েছে এবং এ প্রক্রিয়া আদতে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের ‘নির্লজ্জ’ চেষ্টা বলেও মন্তব্য করেছে তারা। হোয়াইট হাউসের কাউন্সেল প্যাট সিপোলোনে ও ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী জে সেকুলোর নেতৃত্বাধীন দলটি শনিবার দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এভাবেই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কড়া সমালোচনা করেছে বলে বিবিসি জানিয়েছে। অভিশংসনের অভিযোগের সপক্ষে ডেমোক্রেটদের যুক্তিতর্ক সম্বলিত নথি জমা দেওয়ার পর প্রেসিডেন্টের আইনজীবী দলের এ প্রতিক্রিয়া এলো। মঙ্গলবার থেকে কংগ্রেসের উচ্চকক্ষে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হচ্ছেন তৃতীয় প্রেসিডেন্ট, যাকে অভিশংসন নিয়ে সিনেটে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। রিপাবলিকান এ প্রেসিডেন্ট অবশ্য শুরু থেকেই কোনো ধরনের অন্যায়ে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। অভিশংসন মামলাকে ‘ধাপ্পাবাজি’ বলেও অ্যাখ্যা দিয়েছেন তিনি। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের সদস্যরা অভিশংসন মামলায় জুরির দায়িত্ব পালন করবেন। বিচারে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। শনিবার জমা দেওয়া প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট প্রতিনিধিদের ১১১ পৃষ্ঠার সংক্ষিপ্ত যুক্তিতর্কে ‘বিশ্বস্ততার সঙ্গে আইন মেনে চলার শপথ ভঙ্গকারী ও জনসাধারণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করা প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। ট্রাম্পের কর্মকাÐকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের জন্য ‘সবচেয়ে বাজে দুঃস্বপ্ন’ বলেও অভিহিত করেছেন তারা। “আমাদের গণতান্ত্রিক ম‚ল্যবোধ ও জাতীয় নিরাপত্তার গুরুতর ও দীর্ঘমেয়াদি ক্ষতি এড়াতে প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা ও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্থাপিত মামলাটি সরল, ঘটনাগুলো বিতর্কের ঊর্ধ্বে, প্রমাণও যথেষ্ট,” বলেছে তারা। বিবিসি বলছে, ট্রাম্পের আইনজীবী দল যে ছয় পৃষ্ঠার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে, তাকেই বিচারে তাদের অবস্থানের সারমর্ম হিসেবে দেখা হচ্ছে। সিপোলোনে ও সেকুলো নেতৃত্বাধীন দলটি তাদের প্রতিক্রিয়ায় বলেছে, বিচারে তারা অভিশংসনের অভিযোগগুলোকে প্রক্রিয়াগত ও সাংবিধানিক উভয় দিক থেকেই মোকাবিলা করবেন। প্রেসিডেন্ট কোনো অন্যায় তো করেনইনি, উল্টো তার সঙ্গেই যে অন্যায্য আচরণ করা হয়েছে শুনানিতে তাও খোলাসা করা হবে বলে জানিয়েছেন তারা। প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদের আনা অভিশংসনের অভিযোগ ‘অবাধে প্রেসিডেন্ট বেছে নেয়ার মার্কিন জনগণের অধিকারের ওপর বিপজ্জনক আক্রমণ’, বলেছে ট্রাম্পের এ আইনজীবী দল। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন