শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নাসিরনগরে নোটিশ ছাড়াই দোকান উচ্ছেদের অভিযোগ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড়ে প্রশাসনের কোনো নোটিশ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন ২৫ বছর ভোগ দখলী দোকান উচ্ছেদের অভিযোগ করেছে নাসিরনগর সদর ইউপির বাসিন্দা মো. মোখলেছুর রহমান চৌধুরী। গত রোববার সকাল ১১ টায় নাসিরনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে মোখলেছুর রহমান চৌধুরী বলেন, গত ১৩ জানুয়ারি সকাল ১১ টায় স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিনা নোটিশে আমার ৫টি দোকানের সম্মুখ স্থানে ড্রেজার দিয়ে অবৈধভাবে ভেঙে ব্যাপক ক্ষতি সাধন করে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষাধিক টাকা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারকে উক্ত ভিটির বৈধ কাগজপত্র দেখাবার জন্য বারবার চেষ্টা করিলেও সে আমার কোনো কাগজপত্র না দেখে আমাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করবে বলে হুমকি প্রদান করে। উচ্ছেদ প্রক্রিয়ার পর আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় গত ১৭ জানুয়ারি জেলা বারের আইনজীবী মনিরুজ্জামান মনিরের সার্ভে কমিশন উক্ত নালিশী ভূমি ২০ জন স্বাক্ষীর সম্মুখে পরিমাণ করেন। এতে দেখা যায়, আমার বর্তমান সড়কটি আমার নিজ ভূমির উপর বিদ্যমান। তিনি আরও অভিযোগ করেন দীর্ঘদিন ধরে আমার প্রতিপক্ষ একটি মহল প্রশাসনকে বিভিন্নভাবে মাশোয়ারা প্রদান এই হয়রানি করতেছে যা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির লক্ষে আমি আমার নিজস্ব ভিটি পুনঃস্থাপনসহ ন্যায্য হিস্যা বুঝে পেতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে নাসিরনগর, সরাইলের প্রায় ১৫জন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন