বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিডার ছয়টি বিনিয়োগ সেবা অনলাইনে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বিনিয়োগকারীদের আরো সহজে ও দ্রæত সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারী হতে শুধুমাত্র অনলাইনে আবেদনের মাধ্যমে ৬টি বিনিয়োগ সেবা পাওয়া যাবে। ব্রাঞ্চ/লিয়াজোঁ/রিপ্রেজেন্টেটিভ অফিস স্থাপনের অনুমতি (নতুন); অফিস স্থাপনের অনুমতি (মেয়াদ বর্ধিতকরণ); ভিসা সুপারিশ (নতুন); ভিসা অন এরাইভাল (নতুন); কর্মানুমতি (নতুন); কর্মানুমতি (মেয়াদ বর্ধিতকরণ) শীর্ষক এসব বিনিয়োগ সেবা গ্রহণ ও প্রদান করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের (https://bidaquickserv.org) মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য, এই ছয়টি সেবা এতদিন ই-সার্ভিস সিস্টেম ( https://eservice.bida.gov.bd) এবং ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের (https://bidaquickserv.org) মাধ্যমে দিয়ে আসা হচ্ছিল। এক্ষেত্রে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত উল্লেখিত সেবাসমূহের ক্ষেত্রে গ্রহণকৃত সকল আবেদনসমূহ নিষ্পত্তি শেষে ই-সার্ভিস সিস্টেম বন্ধ করা হবে এবং আগামী ১ ফেব্রুয়ারী হতে ই-সার্ভিসের মাধ্যমে প্রদানকৃত উল্লেখিত ৬ টি সেবার ক্ষেত্রে আবেদন শুধুমাত্র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন