বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

গাবতলীতে তাবিথের প্রচার মিছিলে হামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০০ পিএম | আপডেট : ২:১৪ পিএম, ২১ জানুয়ারি, ২০২০

রাজধানীর গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলা হয়েছে। এতে তাবিথ আউয়ালও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোয়া ১১ টার দিকে এই এলাকায় গণসংযোগ করছিলেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নে বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।
এসময় পিছন থেকে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইট তাবিথের শরীরে এসেও পরে। এতে আহত হন কয়েকজন প্রচারকর্মী।
৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কমিশনার প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার পরেও গণসংযোগ অব্যাহত রেখেছেন তাবিথ।
এদিকে এর আগে ভোটাররা যা‌তে সুষ্ঠু ভয় ভী‌তি ছাড়া নির‌পেক্ষ ভা‌বে ভোট দি‌তে পা‌রে সে ব্যবস্থা নি‌তে নির্বাচন ক‌মিশ‌নের প্র‌তি দা‌বি জা‌নান তাবিথ।
মঙ্গলবার সকাল ১০ টা ৫০ মি‌নি‌টের সম‌য়ে গ‌াবতলী পর্বত সি‌নেমা হ‌লের সাম‌নে থে‌কে গণসং‌যোগ শুরু করেন তি‌নি।
এরপ‌রে তি‌নি ৯ নং ওয়া‌র্ডের কোর্টবা‌ড়ি,বাজার পাড়া, হ‌রিরামপুর, গোলার‌টেক,‌দিয়া বা‌ড়ি,বর্ধনবা‌ড়ি, বাঘবা‌ড়ি,গাবতলী বাসস্ট্যান্ড এবং ১১ নং ওয়া‌ডের কল্যানপুর বাসস্ট্যান্ড,‌লেক‌ভিউ, দ‌ক্ষিণ পা‌ইকপাড়া,বটতলা, মধ্য পাইকপাড়া, লালওয়াল, নতুন বাজার, ডি টাইপ ক‌লোনী, কল্যানপুর হাউ‌জিং এ‌স্টেড, পোড়াব‌স্তি, শহীদ মিনার রোড গণসং‌যোগ কর‌বেন।
তা‌বিথ আউয়াল ব‌লেন, ভোটারা সুষ্ঠ নির্বাচন নি‌য়ে শস্কার ম‌ধ্যে আ‌ছেন। ই‌ভিএম নিয়ে ভোট নি‌য়ে জনগ‌ণের ম‌ধ্যে এক ধর‌নের শস্কা কাজ কর‌ছে। নি‌জের পছ‌ন্দের প্রার্থীকে ভোট দি‌তে পার‌বে কিনা।
‌তি‌নি ব‌লেন, ই‌সি নির্বাচ‌নের তা‌রিখ নি‌য়ে বিত‌র্কের সৃ‌ষ্টি ক‌রে‌ছিল। এখন তা‌রিথ নি‌য়ে সুষ্ঠ সমাধা‌নে আস‌তে পে‌রে‌ছে। আমরা আশা কর‌বো ভোটার‌দের ভোট দেওয়ার প‌রি‌বেশ তৈ‌রি কর‌বে। ত‌বে আমরা ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। ভোটা‌রেরা ভোট দি‌তে পার‌লে বিজয়‌ নি‌শ্চিত।
ধা‌নের শী‌ষের প্রার্থী ব‌লেন, আমা‌দের মাইক কে‌রে নেওয়া হ‌য়ে‌ছে। বি‌ভিন্ন ধর‌নের বাধা দেওয়া হ‌চ্ছে। এভা‌বে চল‌লে ভোটা‌রেরা ভ‌য়ে ম‌ধ্যে থাক‌বে। সুষ্ঠ নির‌পেক্ষ নির্বাচন করা সম্ভব হ‌বে না।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, সহ দফতর সম্পাদক বেলাল আহ‌মেদ, নির্বাহী ক‌মি‌টির সদস্য না‌জিম উ‌দ্দিন আলম, ৯নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
** হতদরিদ্র দীনমজুর কহে ** ২১ জানুয়ারি, ২০২০, ১২:২৯ পিএম says : 0
এ ধরনের হামলা নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করে।ইহা সুস্থ গনতন্ত্রমনা মানুষের কাম্য নয়।নির্বাচন কমিশন বিষয় টি একটু দেখুন।।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন