জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী সর্বস্তরের নেতৃবৃন্দকে সভা, সেমিনার, আলোচনা, প্রতিযোগীতাসহ বিভিন্ন কর্মসূচী পালনের জন্য দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আহ্বান জানিয়েছে। গতকাল সংগঠনের কেন্দ্রিয় কার্যালয়ে সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন এর সভাপতিত্বে ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সঞ্চালনায় আয়োজিত স্টান্ডিং কামটির সভা থেকে এ আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, যার অনুপ্রেরণা ও কঠোর প্রচেষ্টার ফলশ্রুতিতে আমরা একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি, নিঃস্বার্থভাবে যিনি মৃত্যু পর্যন্ত দেশের মানুষকে ভালবেসেছেন, দেশকে এগিয়ে নিতে যিনি ছিলেন সুদৃঢ় প্রত্যয়ী। যার স্মৃতি, কথা, কর্ম আজও আমাদের পথ চলার অনুপ্রেরণা যোগায়। এসকল দিকে খেয়াল রেখে দেশের সকল মাদরাসায় এবং জামিয়াতুল মোদার্রেছীনের থানা, উপজেলা, জেলা ও মহানগরী শাখাকে যথাযোগ্য মর্যাদায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালনের জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি। আয়োজিত এ সভায় সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে দেশ-জাতী বিশেষ করে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দুয়া করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন