শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অভিনয়েই আসতে চাননি আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রাকেশ রোশনের পরিচালনায় হৃতিক রোশনের বিপরীতে ‘কহো না.. পেয়ার হ্যায়’ চলচ্চিত্রে অভিনয় করে রাতারাতি বলিউডের সুপারস্টারে পরিণত হয়েছিলেন আমিশা প্যাটেল্ ফিল্মটির সাফল্যের পর তাকে আর পিছে ফিরে চাইতে হয়নি। একর পর এক সুযোগ আসতে থাকে তার কাছে। এরপর তিনি ‘গাদার- এক প্রেম কথা’, ‘হামরাজ’ ভুলভুলাইয়া’,’ হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’সহ অনেকগুলো ফিল্মে অভিনয় করেন। অভিনয় তার পেশায় পরিণত হয়। কিন্তু ক’জন জানে ‘কহো না.. পেয়ার হ্যায়’ চলচ্চিত্রের আগে তিনি কখনও অভিনয়ের কথা ভাবেনই নি? ঠিক তাই! একটি প্রতিবেদন থেকে জানা গেছে আমিশা একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেছেন, রাকেশ যখন ‘কহো না.. পেয়ার হ্যায়’ ফিল্মটি নির্মাণের কথা ভাবছিলেন তখনও আমিশার কথা জানতেন না। রোশন আমিশাকে একটি বিয়ের অনুষ্ঠানে দেখেন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন তাকে দিয়েই ফিল্মটি নির্মাণ করবেন। উল্লেখ্য ‘কহো না.. পেয়ার হ্যায়’ তার ছেলে হৃতিকেরও অভিষেক চলচ্চিত্র। স¤প্রতি রোমান্টিক থ্রিলার ফিল্মটি মুক্তি ২০ বছর পূর্তি হয়েছে। আমিশা বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে আছেন তবে তিনি জানান হৃতিকের সঙ্গে তার জুটি আবার চলচ্চিত্রে আসুক তা তিনি চান এবং ২০২০ সালে তা ঘটতে পারে। হৃতিক বর্তমানে ফারাহ খানের ‘সাত্তে পে সাত্তা’ রিমেকে কাজ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন