শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফেনীতে ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সকালে ফেনী জেলা শাখার উদ্যোগে মাদক বিরোধী ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরে এক সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফেনী জেলা শাখার সভাপতি মুহাম্মদ মনজুরুল মাওলা সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজালালের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক কাজী নুরুল আলম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ফয়জুল আলম ফারুকি। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট ফেনী জেলা শাখার সহ সভাপতি নিজাম উদ্দিন রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু ইউছুফ ভূইয়া, বাংলাদেশ ইসলামী যুবসেনা ফেনী জেলার সভাপতি জয়নাল আবদিন, সাধারণ সম্পাদক জামশেদ আলম, ছাত্রসেনার সহ সভাপতি ইসমাইল হোসেন সুমন প্রমুখ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন,দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মাদকে ছেয়ে গেছে । শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পবিত্র। কিন্তু এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা দিন দিন মাদকের ছোবলে আসক্ত হয়ে খুনোখুনিতে জড়িয়ে পড়ছেন । তাই মাদকের উৎসগুলো নির্মূল করে যাতে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরে আসে সরকারের প্রতি জোরালো আহবান জানান। সমাবেশের শেষ পর্যায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা বদিউজ্জামান মজুমদার হামদানী দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় জেলা ও উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন