বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রোহিঙ্গা সেবার টাকা থেকে ২৫ ভাগ হোষ্ট কমিউনিটির জন্য ব্যয় করার দাবীতে কক্সবাজারে মানববন্ধন

কক্সবাজার থেকে বিশেষ প্রতিনিধি | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১:০০ পিএম

রোহিঙ্গা সঙ্কট নিরসনে পাওয়া টাকার ২৫ ভাগ টাকা হোষ্টো কমিউনিটির জন্য ব্যয় না করে কক্সবাজার প্রশাসন লুটপাট করার অভিযোগ এনে তার প্রতিবাদে মানববন্ধন করেছে 'আমরা কক্সবাজারবাসী' নামের একটি সংগঠন'।

জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কলিমুল্লাহ।
সাবেক পৌর সভা চেয়ারম্যান নুরুল আবছার মানববন্ধনে
বলেন, এনজিওরা প্রশাসনের কর্তাদের সাথে নিয়ে কোটি কোটি টাকা লুটপাট করছে।

রোহিঙ্গা সেবার নামে এনজিওরা আমাদের সমাজও পরিবেশ কলুষিত করছে। এগুলো কড়ায় গন্ডায় হিসাব নেয়া হবে। আপনাদের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে জনগন তুমুল আন্দোলন গড়ে তোলবে বলে হুশিয়ারী উচ্ছারন করেন তিনি।

এতে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন সময়ের জয়বাংলাবাহিনী প্রধান কামাল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহজাহান, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী ও সাংবাদিক মুহসীন শেখসহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন