বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশি ও বিদেশি নাগরিককে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ৮:৩০ পিএম

‘বাংলাদেশে কয়েক লাখ বিদেশি কর্মী শিল্প খাতে কাজ করছেন। বিদেশি কর্মীরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছেন এবং থাকা ও কাজের বিষয়ে তাদের কোনও অভিযোগ নেই। প্রতিটি দেশি ও বিদেশি নাগরিককে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ইকুয়েডরের কিটোতে অনুষ্ঠিত গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন বিষয়ে নীতি পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যে শহরগুলো তৈরি হয় অথবা যুক্তরাষ্ট্রে কারখানায় যেসব কর্মী কাজ করে বা সেবা দেয় তার একটি বড় অংশ অভিবাসী। অভিবাসন প্রক্রিয়ায় যে দেশে বিদেশিরা যায় এবং যে দেশ থেকে যায়, উভয় পক্ষই উপকৃত হয়।

এ কে আব্দুল মোমেন জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী নিরাপদ, নিয়মতান্ত্রিক ও সুসংগঠিত অভিবাসন সরকারের একটি রাজনৈতিক অগ্রাধিকার।

অভিবাসনকে শুধু একটি আন্তর্জাতিক ইস্যু হিসাবে বিবেচনা করে না বাংলাদেশ বরং এটিকে উন্নয়নের অন্যতম পথ বিবেচনা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন