মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফের ভারত বন্ধের ডাক ২৯ জানুয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি ভারত বন্ধের ডাক দিয়েছে দিল্লির শাহীনবাগের বিক্ষোভকারীরা। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারতে বন্ধ পালিত হতে চলেছে। কিছুদন আগেই ভারতজুড়ে বনধ ডেকেছিল বামপন্থীরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় এক মাস ধরে সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে বিক্ষোভ চলছে। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবারই চেষ্টা করা হয়েছে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে। যদিও বিক্ষোভকারীরা বলছেন, দাবি প‚রণ না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো শক্তিই তাদের নড়াতে পারবে না। এ পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লির গভর্নরের সঙ্গে দেখা করেছেন বিক্ষোভকারীদের একটি নারী প্রতিনিধি দল। গভর্নর তাদের কথা শুনেছেন বলে জানানো হয়েছে। বিক্ষোভ চললেও এবার থেকে স্কুল বাস যাওয়ার জায়গা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মোট আট নারী গভর্নরের সঙ্গে দেখা করেছেন। ২৯ জানুয়ারি ভারত বনধের ডাক দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সিনাল ল’ বোর্ডের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ নোমানি। গত সোমবাই দেশের সব মানুষকে এই বন্্ধে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার এই ডাকে সাড়া দিয়ে ২৯ তারিখের বনধে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহীনবাগের বিক্ষোভকারীরা। উল্লেখ্য, শাহীনবাগের সমর্থনে সিএএ-এনআরসিবিরোধী বিক্ষোভ চলছে কলকাতায়ও। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন